• ওয়েবসাইট ডিজাইনিং

    আমরা ভাবি, সবার চেয়ে একটু আলাদা..। আমাদের চেষ্টা থাকে, আপনাকে ঠিক স্বপ্নের কাছাকাছি পৌঁছে দিতে..।

  • ক্রিয়েটিভ থিঙ্কিং

    সবাই চিন্তা করে একটি নির্দিষ্ট ছাঁচে..। একটি আবদ্ধপ্রায় সার্কেলের ভেতর থেকে..। আমরা পৃথিবীকে দেখি সম্পূর্ন মুক্ততায়..।

  • বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতা

    আমরা আরম্ভ থেকেই বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছতায় বিশ্বাস করি। আমাদের সংশ্লিষ্ট সবার কাছে, সততাই প্রথম লক্ষ্য হিসেবে বিবেচিত হয়।

  • আপনার ভার্চুয়াল অফিস

    একটি সুন্দর এবং পরিচ্ছন্ন ওয়েবসাইট হতে পারে, আপনার ভার্চুয়াল অফিসঘর..সহকারী..লগবুক..কিংবা এরচেয়ে প্রয়োজনীয় উপকারী বন্ধু..

হোস্টিং প্রযুক্তি

১.বিনামূল্যে হোস্টিং করা (Free hosting)

ছোটখাট ব্যাক্তিগত ওয়েব সাইটের জন্য এই হোস্টিং ব্যাবহার করা হয়ে থাকে।Bandwith/Monthly Traffic খুব কম থাকে।নিরাপত্তা শক্ত হয়না।কোন ডোমেইন নামও পাবেননা।

২. শেয়ারড হোস্টিং-Shared (Virtual) Hosting

এই হোস্টিং সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত।আমরা যে হোস্টিংগুলো ব্যাবহার করছি বা সাধারনত হোস্টিং প্রোভাইডাররা যে হোস্টিং অফার করে থাকে তা সব্ই শেয়ারড হোস্টিং।প্রফেশনাল বা কোন বড় সাইটের একটা স্বয়ংসম্পূর্ন সার্ভারের নির্দিষ্ট পরিমান সার্ভিস দরকার।

স্ট্যাটিক ওয়েবসাইট

ওয়েব জগতে সিএমএসগুলো চলে এসে অনেক কিছুই সহজ করে দিয়েছে। মাইএসকিউএল ডাটাবেজ তৈরী করে ইনসার্ট, ইডিট, আপডেট ইত্যাদি কোয়েরি চালিয়ে সাইটে তথ্য ঢুকাতে হলে আর যাই হোক এত বেশি ডায়নামিক ওয়েব সাইটের দেখা মিলতো না। আমি নিজেও বেশ কয়েকটি ব্লগ ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা সত্ত্বেও এখনো বেশ কিছু সাইটের জন্য সহজ ডাটাবেজহীন এইচটিএমএল সিএসএস এর টেম্প্লেটকেই পছন্দ করি। ব্লগ বা পত্রিকার ওয়েবসাইট ছাড়া অধিকাংশ ওয়েবসাইটেই নির্দিষ্ট কিছু পাতা থাকে বড় জোর ১০ থেকে ৩০ টি পাতার সাইটের জন্য শুধু শুধু ওয়ার্ডপ্রেস বা জুমলা নিয়ে টানাটানি করতে চাই না। এর অবশ্য বেশ কিছু কারনও আছে।

ডোমেইন অথবা হোস্টিং কিনতে চান?

অনেকেই ব্যক্তিগত ওয়েব সাইট অথবা প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইট খুলতে চান। এজন্য প্রথমেই দরকার একটি ডোমেইন নেম। তারপর ডোমেইনটি হোস্ট করার জন্য ওয়েব স্পেস।পৃথিবীতে হাজার হাজার কোম্পানি আছে ডোমেইন এবং হোস্টিং সেবা প্রদানের জন্য। কিন্তু সবগুলোই ভাল সার্ভিস প্রদান করে না। অনেকেই আছেন যারা হুট করে ডোমেইন এবং হোস্টিং কিনে ফেলেন। পরে এটি থেকে নিজের মনের মতো সুবিধা না পেলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার থাকে না।তাই যে সব বিষয় সম্পর্কে অবগত না হয়ে ডোমেইন এবং হোস্টিং কেনা উচিত না বলে আমি মনে করছি তা আগেই জেনে নিন।
 
রাহিমা’স ক্রিয়েশন © 2010 | রি-ডিজাইন রাহিমা’স ক্রিয়েশন, কৃতজ্ঞতায় MW3,